'পুলিশের দায়িত্বটা কী? কেন ১৬ জন SP, ASP থাকার পরেও একটা সুষ্ঠ ম্যানেজমেন্ট করতে পারল না? কেন মুখ্যমন্ত্রীকে ফিরে যেতে হল? কেন ক্ষমা চাইতে হল? আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো প্রশানের। পুলিশ যদি দায়বদ্ধ হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রী তাঁকে দায় নিতে হবে', বললেন বিশ্বনাথ চক্রবর্তী।