'আজকে জানলাম পশ্চিমবঙ্গে শুধুমাত্র চিরকুটে চাকরি হয় না, পশ্চিমবঙ্গে পদত্যাগও চিরকুটে হয়। সরকারি কর্মচারীরা যারা বারবার এই সরকারের কাছে থেকে DA চানা তাঁদেরকে হাত জোর করে অনুরোধ করছি আপনারা চাইবেন না। আমাদের সরকার অত্যন্ত গরীব, তাঁর মন্ত্রীদের একটা প্যাড ছাপিয়ে দেওয়ারও টাকা নেই', বললেন তরুণজ্যোতি তিওয়ারি।