বহুতলে বুথ তৈরি নিয়ে রাজাগোপাল চক্রবর্তী বলেন, 'অনেক সময় চারতলা নিয়েই কমপ্লেক্স তৈরি হচ্ছে। সেখানে প্রচুর মানুষ এমন আছে, তারা হয়তো কোনও একক দলকে বিশ্বাস করে। অধিকাংশ সময় দেখা যায় তাদের একটা নিজস্ব ধ্যানধারণা আছে। বহুতলের মধ্যে একটা কসমোপলিটন ব্যাপার রয়ে গিয়েছে। বস্তি এলাকাতেও দেখা যায় প্রচুর মানুষ রয়েছে। যারা ভোট দিতে চায়। তারা হয়তো শিখিয়ে দেওয়া ভোট দিতে চাইছে না। সেখানে যদি বুথ তৈরি করা হয়। মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, বহুতল তো সরকারি নয়। যারা ভিন্ন পথে ভোট দানের কথা ভাবেন, তাঁদের যদি আটকে দেওয়া যায়, অনেকে চাকরির জন্য বাইরে থাকে, অনেকে ভোটদানে উদাসীনও থাকে, এই ভোটগুলো ফেলে দেওয়া যায়। আমরা জানি কারা অরগানইজ ভোটিং করে। এই জন্যই বহুতলে কীভাবে বুথ আটকানো যায়, সেই প্রচেষ্টা চলছে।'