Ghanta Khanek Sange Suman : RG করের এক বছর পরও সরকারি হাসপাতালে নিরাপত্তা সেই শিকেয়। এবার SSKM-এ ডাক্তার পরিচয়ে ডাক্তারদের শৌচালয়ে 'যৌন নিগ্রহ। হাওড়ার হাসপাতালে ডাক্তারকে ধর্ষণের হুমকি, বীরভূমে আক্রান্ত নার্স। লাগাতার ধর্ষণ পুলিশের, DSP-কে অভিযোগ জানিয়েও হয়নি কিছুই! মহারাষ্ট্রেও রক্ষকই ভক্ষক, হাতে সু*ইসা*ইড নোট লিখে আ*ত্মঘা-তী মহিলা ডাক্তার। শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের, পাশাপাশি খারিজ ১৫টা মামলা। বাকি ৪ মামলায় শুধু পুলিশ নয়, SIT-এ রাখা হল CBI-কেও। এবিপি আনন্দর সাংবাদিককে চড় পুলিশের, কবে নেওয়া হবে ব্যবস্থা?