Ghanta Khanek Sange Suman: সহপাঠীও নয় 'সেফ?' প্রশ্ন উসকে দিল ওয়াসেফের গ্রেফতারি । হাসপাতালে দেওয়া নির্যাতিতার বয়ানের সঙ্গে ফারাক পুলিশি তদন্তে পাওয়া তথ্যে! 'আগেই সন্দেহ করেছিলাম ওয়াসেফকে,' বলছেন নির্যাতিতার বাবাও। বাবা মালদার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, জমি বেচে ডাক্তারি পড়াচ্ছিলেন ছেলেকে। দুর্গাপুরের ছায়া আনন্দপুরে! ইঞ্জিনিয়ারিং-ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সহপাঠী। 'হয় ড্রেজিং করুন, নয় ফরাক্কা বাঁধ ভেঙে দিন,' বন্যা নিয়ে DVC-কে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। আবার পরীক্ষা, আবার ফেল! কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফের প্রেসার-গ্যাসট্রিকের অতি-চেনা ৩৪টা ওষুধ। ২৩ শিশুর মৃত্যুর পর সিরাপ নিয়ে নড়েচড়ে বসল কেন্দ্র ও রাজ্য, কারখানায় শুরু নজরদারি।