Ghanta Khanek Sange Suman: ধর্মের পাল্টা ধর্ম, খয়রাতির পাল্টা খয়রাতি -- ভোটের আগে ঘুঁটি সাজাচ্ছে সবপক্ষই। 'রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দির হবে শিলিগুড়িতে,' ঘোষণা মুখ্যমন্ত্রীর। 'ক্ষমতায় এলেই মহিলাদের মাসে ২৫০০ টাকা, ৫০০ টাকায় গ্যাস,' প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। সোশাল মিডিয়ায় প্রচারে ঝড় তুলতে 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' কর্মসূচি ঘোষণা অভিষেকের। 'মানুষকে ভুল বোঝাবে, ডিজিটাল তোলাবাজি শুরু হবে,' কটাক্ষ সুকান্ত মজুমদারের। দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভনের বৈঠক, ভাইফোঁটাতেই ফিরছেন তৃণমূলে?তৃণমূলে যোগ সত্যজিৎ-খুনে অভিযুক্তের, 'বিচার পেলাম না,' বলছে ক্ষুব্ধ পরিবার। 'SIR না-হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে, ' হুঁশিয়ারি বিরোধী দলনেতার। 'একজন বৈধ ভোটার বাদ গেলেও ফল ভুগতে হবে' পরপর হুঙ্কার তৃণমূল নেতাদের।