গরু পাচার মামলায় দেবকে তলব। দিল্লিতে ডেকে পাঠানো হল দেবকে । বুধবার সকাল ১১টায় তলব। হাজিরা দেবেন দেব জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে।