করুণাময়ীতে গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিহারাদের মিছিলের শুরুতেই আটকাল পুলিশ। পুলিশ সঙ্গে বচসা, ধস্তাধস্তি চাকরিহারাদের। অযোগ্য না হওয়া সত্ত্বেও ৯ মাস ধরে বেতন নেই, ফেরত দিতে হবে চাকরি, দাবি বিক্ষোভকারীদের। চাকরি ফেরতের দাবিতে বিকাশ ভবন অভিযান চাকরিহারাদের। বিকাশ ভবনে কয়েকজন প্রতিনিধি যেতে পারে, মিছিল যেতে পারবে না, জানায় পুলিশ।