কেউ এনেছেন মন কেমন করা রংবেরঙের ছৌয়ের মুখোশ, কেউ আবার পটচিত্র। এক কোণে মাঠের সৌন্দর্য বাড়িয়েছে ডোকরা তো অন্যদিকে অনবদ্য বাঁশের কাজ জানান দিয়ে যাচ্ছে, হম কিসিসে কম নেহি। জামাকাপড় থেকে শাল, টেরাকোটা থেকে রকমারি ঘর সাজানোর জিনিস। স্থান ? নিউটাউন ইকো পার্ক। চলছে হস্তশিল্প মেলা (Handicraft fair in Newtown)। ঘুরে আসতে পারেন।