সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই এর মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে বুধবার একটি লড়ি ধাক্কা মারে। মালঞ্চর দিক থেকে একটি ট্রাক এসে বামদিক থেকে কাটিয়ে ৫০-৬০মিটার ডানদিকে আসে। এবং বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে ধাক্কা মারে। যে গাড়িতে ভোলানাথ ঘোষ ছিলেন, সেই গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের ধাক্কা খাওয়ার পর গাড়িটির বিভিন্ন অংশ চারিদিকে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভোলা ঘোষের ছেলে ও গাড়ির চালক। সিবিআই অভিযোগ পেয়েছিল সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে। আজকের এই ঘটনার পিছনে একাধিক নাম উঠে আসছে। যেমন- আব্দুল আলি মোল্লা, সবিতা রায়, মুশকিল শেখ, আলিম শেখ।