হাওড়া ময়দানের কাছে বস্তিতে আগুন। ভস্মীভূত একাধিক ঘর, শীতের রাতে গৃহহীন বহু মানুষ। দমকলের দুটি ইঞ্জিনের আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শীতের রাতে আগুন পোহাতে গিয়ে অগ্নিকাণ্ড, অনুমান দমকলের। গোটা ঘটনার তদন্তে গোলাবাড়ি থানার পুলিশ। পাশাপাশি হাওড়ার বালিতে বহুতলে আগুন, পালিয়ে বাঁচলেন ঠাকুমা ও নাতনি। বহুতলের পাঁচতলার ঘরে লাগে আগুন। প্রতিবেশীদের চিৎকার শুনে বেরিয়ে আসেন দু'জনে।দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভস্মীভূত ঘরের ভিতরের আসবাবপত্র ও বইপত্র।