নতুন দল ঘোষণার আগে হুমায়ুন কবীর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজের মত জানিয়েছেন। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে অত্যন্ত যোগ্য নেত্রী মনে করি। এবং ভবিষ্যতেও যতদিন বেঁচে থাকব, নেত্রী হিসেবে যোগ্য মনে করব। কিন্তু তিনি ক্ষমতায় বসে, আজ থেকে ১৫ বছর আগের মমতা ব্যানার্জী আর এখনের মমতা ব্যানার্জীর আকাশপাতাল পার্থক্য দেখা দিচ্ছে।' অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে হুমায়ুন বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আমার একটা সফট কর্নার আছে। ওর আগামী দিনে যোগ্য রাজনীতিক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। যদি সে নিজের থেকে নিজের সিদ্ধান্ত নেয়।'