'১-২ বছর ধরে যে অচলাবস্থা ছিল। তার পিছনেও কারণ ছিল। অস্থায়ী উপাচার্যের (VC) ক্ষমতা সীমিত ছিল। অনেক কাজ চেয়েও আমরা পারিনি। এখন যে উপাচার্য হয়েছেন, তাঁকে সহযোগিতা করা আমাদের সবার কর্তব্য়।', দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর।