সর্বদল বৈঠকেও মহুয়া মৈত্র (Mahua Moitra) প্রসঙ্গে সরব তৃণমূল।'সংসদে পেশের আগেই কীভাবে প্রকাশ্যে এল এথিক্স কমিটির রিপোর্ট?'শোনা যাচ্ছে আমাদের দলের সাংসদকে বহিষ্কার করা হবে'।'বহিষ্কারের আগে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা চাই'।'তারপরই হাউজ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে'।সর্বদল বৈঠকে মন্তব্য লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের: সূত্র।তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়(Sudip Banerjee) এদিন বলেন, 'লোকসভাতে এথিক্স কমিটির রিপোর্ট পেশ হলে, তার উপরে আলোচনা করার সুযোগ দিতে হবে।যাকে বহিষ্কার করতে যাচ্ছে, আগাম ঘোষণা করে দিয়েছে, সেই এথিক্স কমিটির রিপোর্ট লোকসভাতে আলোচিত হতে হবে।'