ABP Ananda LIVE : অপারেশন চালিয়ে মিষ্টি খেয়ে বিপাকে, গ্রেফতার ৫ ছিনতাইকারী। অনলাইনে খাওয়া টাকা মেটানোর সূত্রে পুলিশের জালে ছিনতাইকারী। ঝাড়গ্রামের জামবনিত ছিনতাইয়ের ৭ দিনর মাথায় গ্রেফতার। চক্রের মূল পাণ্ডা ব্যাঙ্কের লোন এজেন্ট শুভজিৎ সরকার, দাবি পুলিশের।