গুলিচালনার ঘটনার পরেই ধরা পড়েছিল সাহারুল শেখ নামে এক অভিযুক্ত। তাঁর দাবি, সে খুন করেনি। খুনের কথা বলে তাদের আনাও হয়নি। 'অর্ডার দিয়েছিল নাসির নামে একজন', দাবি সাহারুলের। সাহিবুদ্দিন গুলি চালিয়েছিল বলেও দাবি।