স্থায়িত্ব ও পরিবেশ-বান্ধব চেতনাকে মূর্ত করে তোলার প্রচেষ্টায় অগ্রণী কলকাতার যেসব পুজো মণ্ডপ, তাদের কাজকে স্বীকৃতি দিচ্ছে এই স্বতন্ত্র উদ্যোগ। গতবছর, ঐতিহ্য ও পরিবেশগত দায়বদ্ধতা রক্ষার বিষয়ে অনন্য উদযাপন করেছিল যে সব ক্লাব, তেমন দেড়শোটি ক্লাব সামিল হয়েছিল এই উদ্যোগে। তার মধ্যে বাছাই কুড়িটি ক্লাব ও অনবদ্য উদ্যোগকে সম্মান দিয়ে থাকে JSW বিশ্বধারিণী পুরস্কার। এই বছর, এই উদ্যোগ নিয়ে আরও জাঁকজমকের সঙ্গে হাজির JSW পেন্টস। JSW বিশ্বধারিণী পুরস্কারের তৃতীয় সিজ়ন নিয়ে গর্বের সঙ্গে আপনাদের সামনে JSW পেন্টস। আরও বড়, আর সবুজ এবং আরও বেশি চমৎকার। সবথেকে বেশি। #jswpaints #abpananda #jswbiswadharinipuraskar #Vishwadharinipuraskar #Durgapuja2025