জনতা উন্নয়ন পার্টির বালিগঞ্জের প্রার্থী নিশা চট্টোপাধ্যায় বলেন, 'হুমায়ুন চাচা বুঝতে পেরেছে আমি সেই জায়গায় দাঁড়ালে জিততে পারি, তাই হয়তো আমাকে সেই জায়গা দিয়েছে। আমি সোশ্যাল ওয়ার্ক করি। মানুষের উদ্দেশে বলব আমরা স্বাধীন দেশে থাকি। আমরা কোনও ধর্ম মানব না। আমরা সবাই এক। মানুষ হিসেবে সবার জন্য কাজ করতে চাই।' বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'আমরা চাই, তাঁরা সবাই মিলে পরিবর্তন করুক। আমরা সুশাসন, বিকাশ দেব। মুর্শিদাবাদ-মালদা সহ একটা বড় অংশের মুসলিমদের ধন্যবাদ জানাব। কারণ তাঁরা মমতা ব্যানার্জীর মিথ্যাচারের ফাঁদে পা দেয়নি।'