সদ্য কুণাল ঘোষ (Kunal Ghosh) দাবি করেছেন, 'যাইহোক না কেন, তৃণমূলকে (TMC) ভোটে হারানো সম্ভব নয়। ভোটে তৃণমূলই জিতবে।' এই প্রসঙ্গে অভিষেক গড়ে অতীতে ভোট কারচুপির অভিযোগ তুলে কলতান দাশগুপ্ত বলেছেন,' এটা যদি গণতন্ত্রের নমুনা হয়, তাহলে তৃণমূল জিতবে।'