Fire Incident: আলোর উৎসবে জোড়া অগ্নিকাণ্ড রাজ্যে। একদিকে, সাতসকালে ব্যারাকপুরেরকারখানায় বিধ্বংসী আগুন। কাছেই মোহনপুর থানা। পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ভোররাতে এই আগুন লাগে বলে খবর। রাসায়নিক মজুত থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন। কারখানার ভিতর থেকে একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ।