ভোররাতে কামালগাজি উড়ালপুলের নীচে ঝুপড়িতে আগুন লাগে।ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হয় এক মহিলার। স্থানীয়রা জানিয়েছেন, আজ ভোররাতে আগুন লাগে। ঝুপড়িতে একাই থাকতেন ৭৪ বছরের ওই মহিলা। দমকলের একটি ইঞ্জিনের একঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ওই মহিলার মৃত্যু হয়। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।