সিআইডি তদন্তে অনাস্থা জানিয়ে এবার রাজভবনের দ্বারস্থ নিগৃহীতার পরিবার। রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময়ও চেয়েছেন প্রতিবাদীরা। 'কামদুনিকাণ্ডে ঠিকমতো তদন্ত করেনি সিআইডি। সেই কারণেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছে অভিযুক্তরা', মনে করছেন তাঁরা।