৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের মঞ্চ থেকে কার্তিক মহারাজ বলেন, 'আজ ভারত মা, বাংলা মা কাঁদছে। আপনারা তো মানুষ। বনের জন্তু-জানোয়াররা লড়াই করে। আজ আমাদের গীতাপাঠের মঞ্চে শপথ গ্রহণ করে সেই লড়াইয়ের ময়দানে আমাদের উপস্থিত হতে হবে। যাঁরা পূর্ববঙ্গ থেকে পালিয়ে এসেছিলেন শিয়াল-কুকুরের মতো, সেই পূর্ববঙ্গের মানুষগুলোকে বলব, আপনারা আপনাদের সন্তানদের বলুন জেগে উঠতে। পূর্বপুরুষের রাজ্যকে ছিনিয়ে নেওয়ার জন্য। এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র। আমাদের দেবী দুর্গা, মা কালী, রামচন্দ্র, দেবাধিদেব মহাদেব সকলের হাতেই অস্ত্র রয়েছে। আচার্য স্বামী প্রণবানন্দ বলেছেন, যে ধর্ম নিজেকে রক্ষা করতে জানে না, যে ধর্ম শক্তি জোগায় না, সেই ধর্ম হিন্দুধর্ম নয়।'