সম্প্রতি মুর্শিদাবাদে হুমায়ুন কবীর বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। এই আবহে কার্তিক মহারাজ বলেন, 'আমি মুর্শিদাবাদে থাকি। ৫০ বছর ধরে আছি। আমি অনেক মন্দির করতে পারতাম। আমি মন্দির করিনি। করেছি কিছু স্কুল। ৪টে হাই স্কুল, একটা বড় হাসপাতাল ও একটা ছোট হাসপাতাল আর ১৩টা প্রাইমারি স্কুল। এই স্কুলগুলোতে প্রায় ১৬ হাজার ছাত্রছাত্রী রয়েছে। তার মধ্যে ৮০ শতাংশ ছাত্রছাত্রী মুসলিম সম্প্রদায়ের। আর আদিবাসী, যারা গরিব, অনাথ, তারা থাকে ১১০০ জন। আবাসিকে থাকে তারা। ৪ বেলা তাদের খেতে দেওয়া হয়। বছর দু'য়েক আগে মাধ্যমিক পরীক্ষায় একটি আদিবাসী মেয়ে দশম স্থান অধিকার করেছিল। এতেই আমার আনন্দ। আমি হিন্দু ধর্মের সন্ন্যাসী। পুজোপাঠে বিশ্বাসী। ঈশ্বরে বিশ্বাসী। আর থেকেও বেশি বিশ্বাসী জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।'