'এটা ওরা সিপিএমের নাটক ভাবছে। এগুলো করে এই সরকার নিজেই নিজের পতন ত্বরান্বিত করছে।' সরব কৌশিক সেন। প্রসঙ্গত, সংস্কৃতির মঞ্চে ফের নীতি-পুলিশির অভিযোগ ক্ষমতাসীনের বিরুদ্ধে। কল্যাণীর পর এবার নবদ্বীপ। উৎপল দত্ত রচিত ‘ব্যারিকেড’ নাটক মঞ্চস্থ করা নিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুরসভার বিরুদ্ধে। এবারও কাঠগড়ায় তৃণমূল ।