প্রধানমন্ত্রীর আমার জালায় আসার কথা আছে। আলোচনা হয়েছে এবং ১৭,১৮ তারিখ এরকম একটা তারিখ ঠিক করা হচ্ছে। উনি মালদাতে আসবেন। যে চারটি আমাদের সাংগঠনিক জেলা আছে ওখানে উনি জনসভা করবেন এরকম ঠিক হয়েছে।