খড়গপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা। ৪দিনের পুলিশ হেফাজত। মালঞ্চ রোডে স্করপিও গাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়েছিল পুলিশ। স্করপিও গাড়ির সিটের নীচ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। একইসঙ্গে বাজেয়াপ্ত স্করপিও গাড়ি। আর গ্রেফতার তৃণমূল নেতা সুভাষ ঠাকুর। তৃণমূল নেতা সুভাষ কুমার ঠাকুরের কাছ থেকে উদ্ধার হয়েছে ১টি দেশি বন্দুক, ১টি কার্তুজ।