যুবভারতীকাণ্ডে এবার শতদ্রু দত্তের সংস্থার সহযোগীদের তলব। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা মোট ৬ জনকে তলব পুলিশের। কাল ৬ জনকে তলব বিধাননগর দক্ষিণ থানার। এত টাকা দিয়ে টিকিট কেটেও কেন মেসিকে দেখতে পেলেন না দর্শকরা? বিধাননগর পুলিশের নির্দেশের পরও মাঠে কীভাবে ঢুকল জলের বোতল? স্টেডিয়ামের ভিতরে জলের বোতল বিক্রির পিছনে কাদের হাত? এসব বিষয়ে জানতে শতদ্রু দত্তের সংস্থার সহযোগীদের তলব পুলিশের।