Kolkata Metro: আগামীকাল দুর্গাপুজোর বিসর্জন কার্নিভাল। দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত আপ ও ডাউনে ৬টি অতিরিক্ত মেট্রো চলবে। রাতের শেষ মেট্রোর পর, ২০ মিনিট অন্তর মিলবে এই পরিষেবা। ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি স্টেশন থেকে। দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ৩, রাত ১০টা ২৩ এবং রাত ১০টা ৪৩ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে ব্রিজিগামী মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৩, রাত ১০টা ১৩ এবং রাত ১০টা ৩৩ মিনিটে। গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ২০, রাত ১০টা ৪০ এবং রাত ১১টায়। একইভাবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো রাত ১০টা ২০, রাত ১০টা ৪০ এবং রাত ১১টায় ছাড়বে।