আজ বড়দিনে কলকাতায় বাড়তি মেট্রো। ভিড় এড়াতে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ঢোকা ও বেরানের জন্য থাকছে নির্দিষ্ট গেট। পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনে সব গেট দিয়ে ঢোকা-বেরনো যাবো না। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে থাকবে RPF-এর স্পেশাল টিম।