কলকাতায় এবার বস্তির নাম বদলে নতুন নাম হচ্ছে উত্তরণ। মঙ্গলবারই সিদ্ধান্ত নেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। কলকাতা পুরসভার বস্তি বিভাগেরও নাম বদলে হচ্ছে উত্তরণ বিভাগ। বস্তি বললে আলাদা করে চিহ্নিত করে দেওয়া হয়। বস্তিবাসীর উন্নয়নেও নজর রয়েছে রাজ্য সরকারের, এদিন বলেন মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বস্তির নতুন নামের হোর্ডিং দেওয়া হবে কলকাতাজুড়ে।