Kolkata News: রাজস্থানে ব্যবসায়ী খুন, কলকাতায় গা ঢাকা গুজরাতের ৪ দুষ্কৃতীর। বৃহস্পতিবার ৪ দুষ্কৃতীকে ধরতে পুলিশি অভিযান ৩ জন দুষ্কৃতীকে আটক করে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। ৩ জনকে আটক করা হলেও এখনও পলাতক ১ দুষ্কৃতী। ৪ জনই সল্টলেকের পূর্বাচল আবাসনের আশেপাশে গা ঢাকা দিয়েছিল, খবর পুলিশ সূত্রে । রাজস্থানে এক ব্যবসায়ীকে খুন করে ৪ দুষ্কৃতী পালিয়ে আসে কলকাতায়। পুলিশি অভিযানের শুরুতেই ২ দুষ্কৃতী পাকড়াও। বাকি ২ দুষ্কৃতী ফুলবাগান থেকে সল্টলেকের পথে পালায় । পিছু ধাওয়া করে পুলিশ, ১ দুষ্কৃতী পূর্বাচল আবাসন চত্বর থেকে পাকড়াও। ওই দুষ্কৃতী পূর্বাচল আবাসনের ছাদে উঠে পড়ে। কার্নিশ বেয়ে নামার সময় তাকে আটক করে পুলিশ। সল্টলেকের দিকে পালিয়ে যায় ১ দুষ্কৃতী, তার খোঁজে তল্লাশি পুলিশের। কার সাহায্যে, কীভাবে দুষ্কৃতীরা কলকাতায় এসেছিল? কারা তাদের লুকিয়ে থাকতে সাহায্য করেছিল? কতদিন ৪ দুষ্কৃতী কলকাতায় গা ঢাকা দিয়েছিল? খতিয়ে দেখছে পুলিশ।