ডিসেম্বরের শেষ পর্বে শীতের ঝোড়ো ব্য়াটিং শুরু। চলতি মরশুমে প্রথমবার কলকাতায় ১৩ ডিগ্রির নীচে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে জাঁকিয়ে শীতের আমেজ বজায় থাকবে, জানিয়েছে আবহাওয়া দফতর।