মূলত তৃণমূলে ছবি-বিতর্ক ও আদি-নব 'দ্বন্দ্ব' নিয়ে মুখ খুলেছেন সৌগত রায় (Sougata Roy) । এবার কুণাল ঘোষ এদিন বলেন, যারা বয়স্ক, যার সিনিয়র যারা সিপিএমের আমল থেকে লড়ছেন, তাঁদের অত্যাচার দেখেছেন, তাঁদের আত্মত্যাগ অভিজ্ঞতা কেউ অস্বীকার করছে না। কিন্তু যারা নতুন আসছেন, তাঁদের সম্মান দেওয়া নিয়েই প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।