কুণাল ঘোষ (Kunal Ghosh) এদিন বলেন, আমিও ১৯৯৩ সালের একুশে জুলাই যখন, মহাকরণ অভিযান মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খুন করার চেষ্টা করেছিল সিপিএম আর পুলিশ, আমি অচৈতন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশের গাড়ি থেকে তুলে এনে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেখানেও তো অধ্যাপক রায় (Prof. Roy)ছিলেন গাড়িতে। ফলে নতুন ও পুরনো..., তিনি তো তৃণমূল (TMC) গঠনের সময় আসেননি। সবথেকে বড় কথা মমতা বিরুদ্ধেই প্রার্থী হয়েছিলেন।'