কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ে অম্বেডকর মূর্তির পাদদেশে ধর্নায় বসে তৃণমূল। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই ধর্না কর্মসূচি ছিল তাদের। আর তা শেষ হতেই নজিরবিহীন দৃশ্য বিধানসভাতে। বিজেপির অভিযোগ, তৃণমূলের তিনদিনের ধর্নার জন্য অম্বেডকর মূর্তির পাদদেশ ‘অপবিত্র’ হয়েছে। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা গঙ্গাজল দিয়ে এলাকা সাফ করেন। কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, তৃণমূলের তিনদিন ঘোষিত কর্মসূচি ছিল, বিধানসভা ভবনে শ্রদ্ধেয় মাননীয় অম্বেডকরের মূর্তির পাদদেশে। তারপর সেটা নকল করে আজকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপির কিছু বিধায়ক সেখানে গিয়ে সম্পূর্ণ অবমাননাকর কাজকর্ম করেছে। মানুষকে অপমান করতে চায়। তারা কী বলতে চায় ? এই শুভেন্দু কাদের কথা বলছেন ? বীরবাহা হাঁসদা-সহ একাধিক নেতা-নেত্রীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন, তারপর ক্ষমাও চাননি বলে দাবি কুণালের। তাহলে পিছিয়ে পড়া মানুষ জঙ্গলমহলবাসীকে শ্রদ্ধা-সম্মান জানাননি বলে অভিযোগ তোলেন তিনি। কটাক্ষ করে বলেন, 'নাটক হচ্ছে এগুলি ?'