'তন্ময়দা (বামনেতা তন্ময় ভট্টাচার্য) শেয়ালের গল্প দিয়ে শুরু করেছেন। ভাল। আমি এটা মনে করিয়ে দিই, শেয়ালের সঙ্গে সিপিএম-র কী সম্পর্ক ? জ্যোতিবাবু থাকতেন ইন্দিরা ভবনে। উল্টোদিকে সল্টলেকের সেন্ট্রাল পার্ক। জ্যোতিবাবুর স্ত্রীর ঘুম ভেঙে যাচ্ছিল শেয়ালের চিৎকারে।তারপর পুলিশ পাঠিয়ে ছানা-সহ শিয়ালদের পিটিয়ে মেরেছিল সিপিএম-র সরকার ..' বললেন কুণাল ঘোষ।