সোনা কেলেঙ্কারির ইস্যু তুলে মোদির সঙ্গে পিনারাই বিজয়নের একান্ত বৈঠকের প্রসঙ্গ টানলেন কুণাল ঘোষ। ' একা একা যখন মোদির সঙ্গে দেখা করতে যান, তখন সেটিং হয় না সেটা ?' সেটিং তত্ত্বে তন্ময় ভট্টাচার্যের পাল্টা নিশানা কুণালের।