বাংলার দাবি দাওয়া নিয়ে আন্দোলন আজকের নয়। মুখ্যমন্ত্রীর রেড রোডে ধর্না, অভিষেকের দিল্লি অভিযান-রাজভবন অভিযান। তারপর ঘোষিত ছিল মমতার নের্তৃত্বে প্রধানমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হবে। সবই মনে করিয়ে এদিন কুণাল ঘোষ বলেন, সবেতেই আপত্তি বিরোধীদের।