বিজেপির অন্দরে বিক্ষোভের ঢেউ। নেতাদের ছবিতে কালি-লাথি। শাস্তির বিধান সুকান্তর। উল্টো সুর দিলীপের। 'বিজেপির থেকে খবর আসছে সুকান্ত মজুমদার সহ কয়েকজনকে হেনস্থার জন্য শুভেন্দু নাকি লোক পাঠিয়ে এসব করাচ্ছেন।' আক্রমণ কুণাল ঘোষের।