১০০ দিনের কাজের প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় এজেন্সি ও শুভেন্দুকে জোর নিশানা কুণালের। বলেন, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গ যে সেরা, এটা তো কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই দেখা গিয়েছে। কাল লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা, অমিত শাহ-র সঙ্গে দেখা করে হুঙ্কার দিলেন, যে দেখুন কী হয়, তারপরেই এজেন্সি সক্রিয়তা..'। এরপরেই কেন্দ্রীয় এজেন্সিকে তোপ দাগেন তিনি। বলেন, এজেন্সি বিজেপির বাড়ির লাঠিয়াল।