ABP Ananda LIVE : যুবভারতীতে ধুন্ধুমার, মেসিকে দেখতে না পেয়ে টিকিটের টাকা ফেরানোর দাবি ভক্তদের এত টাকা দিয়ে টিকিট কেটেও হল না মেসি-দর্শন। চরম ক্ষুব্ধ দর্শকরা। 'এটা অরূপ বিশ্বাসের ফ্যামিলি মিটআপ + সেলফি তুলতে এসেছে + লিডারদের চামচা আর পুলিশ ঘিরে রেখেছে'।