মেট্রোর কাজের জন্য ২০১৯ সাল থেকে বউবাজার এলাকায় নানা বাড়িতে একাধিকবার বহু সমস্যা দেখা দিয়েছে। রবিবার বউবাজারের মদন দত্ত লেনের এক বাড়ির চাঙর আচমকা ভেঙে পড়ে। ঘটনাস্থলে যান এলাকার কাউন্সিলর নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '২০১৪ সাল থেকে আমি এখানকার এমএলএ। ২০১৯ সাসের আগে এখানে এইসব নিয়ে তো সমস্যা হয়নি। আমার বাড়িতেও ফাটল হয়েছে। এই বাড়িটা নিয়ে এরা যা বলছে তাতে বুঝলাম, ছোট ছোট ফাটল ছিল, আস্তে আস্তে সেগুলো বড় হয়ে গিয়েছে।'