ABP Ananda LIVE : চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থাকল শনিবারের যুবভারতী স্টেডিয়াম! শুরু থেকে শেষ অবধি VIP-দের দেওয়ালে আটকে গেল সাধারণ মানুষের মেসি-দর্শন! শুধু বিভিন্ন জেলা থেকে নয়...কেউ এসেছিলেন কেরল থেকে, কেউ বেঙ্গালুরু থেকে। তাঁদের দাবি, এতবড় তারকাকে নিয়ে এরকম পরিকল্পনাহীন এবং প্রসতুতিহীন আয়োজন হতে পারে, তা তাঁরা স্বপ্নেও ভাবেননি!