'অধিকারীদের সাহায্য নিয়ে উনি নেত্রী হয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই', মমতা প্রসঙ্গে কী বলেন সুজন ?'নন্দীগ্রামে প্রতারণা করে, রিগিং করে হারানো হয়েছিল''জেলাশাসক পাল্টে, লোডশেডিং করে ভোটের ফলে কারচুপি করা হয়েছিল''চিরকাল বিজেপি থাকবে না''আজ না হয় কাল, এর বদলা আমি নেবই''বোমা ফাটাব বলে ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল''অন্যের ঘর ভাঙলে, নিজের ঘরও ভাঙে''২৬ হাজার ছেলেমেয়ে মুখ খুলছেন না, মুখ খুললেই ধরা পড়ে যাবে''মেদিনীপুরে কে বেশি টাকা তুলেছে, সব ফাঁস হয়ে যাবে''মেদিনীপুরে ভোটের জন্য টাকা বিলি হয়, লক্ষ্য রাখবেন''সিপিএমের সঙ্গে সমঝোতা করে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন''আজ নয় তো কাল প্রকাশ্যে আসবেই''আমি না থাকলে সেদিন নন্দীগ্রামের মানুষ বাঁচত না'নন্দীগ্রামে গণহত্য়ার জন্য় সরাসরি শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে দায়ী করলেন মুখ্য়মন্ত্রী।