তৃণমূলে আদি-নব্য দ্বন্দ্ব চরমে। প্রকাশ্যে এবার বাগযুদ্ধে জড়ালেন দুই প্রবীণ নেতা, সাংসদ সৌগত রায় (Saugata Roy) এবং বিধায়ক মদন মিত্র (Madan on Saugata)। সৌগতর মন্তব্যের প্রেক্ষিতে মদন বলেন, 'বিমানদা এককথায় সিপিএম-এর কেয়ারটেকার। সিপিএম-এর পার্টি অফিসে থাকেন, নিজের জামা-কাপড় নিজে কাচেন, পারলে রাঁধেনও নিজে। নীচে নেমে চা খান। দলের কোনও কর্মসূচি নিয়ে মাতব্বরি করেন না। দিল্লির হাভেলিতে কখন যাব, তার জন্য বিমানের টিকিট পেতে দৌড়ন না। ঘরের এক কোণে পড়ে রয়েছেন। বিমানদার সঙ্গে নিজের তুলনা করবেন না। অনেক ত্য়াগের মধ্যে দিয়ে উনি বিমান বসু (Biman Roy) হয়েছেন। ওঁর সঙ্গে নিজের তুলনা করবেন না।'