তৃণমূলে আদি-নব্য দ্বন্দ্ব চরমে। প্রকাশ্যে এবার বাগযুদ্ধে জড়ালেন দুই প্রবীণ নেতা, সাংসদ সৌগত রায় (Saugata Roy) এবং বিধায়ক মদন মিত্র (Madan on Saugata)। তিনি বলেন, প্র্যাকটিসে থাকতে কে বারণ করেছে আপনাকে ? একটু উপদেশ দিন না। একটু । পিকের মতো নতুন কোনও ফর্মুলা আনা যায় কিনা, এই সকল বিষয়েই অংশ নেওয়ার প্রসঙ্গ তুললেন মদন মিত্র। পাশাপাশি, তিনি আরও বলেন, মমতা বলেন, মন ভাল রাখুন। বয়স আবার কী! আমিও বলছি, মনটা ভাল রাখুন সৌগতদা। মহাভারতের বিদুর ধর্মপ্রাণ মানুষ ছিলেন। উপদেশ দিতেন। শ্রদ্ধা জানিয়েই বলছি, আপনার এখন বিদুরের ধর্ম পালন করা উচিত। আপনি বিদুরের ধর্ম পালন করলে, আমি আপনার মূর্তি গড়ে দেব।'