তৃণমূলে আদি-নব্য দ্বন্দ্ব চরমে। এই আবহেই এদিন বললেন মদন মিত্র (Mdan Mitra) বললেন, 'মমতার (Mamata Banerjee) কথাই শেষ কথা',। মমতার দুর্ভাগ্য যে, তিনি ভারতের পশ্চিমবঙ্গে জন্মেছেন। মমতা যদি পৃথিবীর অন্য কোথাও জন্মাতেন, তাহলে সেই মহাদেশের নেতা হয়ে যেতেন।