টাকা ও উপহারের বিনিময়ে প্রশ্ন'-বিতর্কে, সাংসদ পদ খারিজের এথিক্স কমিটির সুপারিশ নিয়ে বিজেপিকে কার্যত তুলোধনা করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ( Mahua Maitra ) । বললেন,' দর্শন ( Darshan Hiranandani)কিছু করেনি। ওদের মাথায় বন্দুক দিয়ে বলেছে হলফনামায় সই করতে। আমরা তো বললাম দর্শনকে ডাকো। ও তো ঘুষ দিয়েছে, তাহলে তোও দোষী। এটা বিচার নয়, এটা হাস্যকর।'