'লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, বিনা মূল্যে চাল, এই সমস্ত সুবিধা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চোর বলছে সিপিএম (CPIM), কংগ্রেস (Congress)। দাপিয়ে বেড়াচ্ছে গ্রামে। এদের ঘেরাও করুন।' বিজেপির পর এবার মালদার (Malda) তৃণমূল জেলা সভাপতির নিশানায় সিপিএম-কংগ্রেস। ফের বিরোধীদের ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সী। গতকাল রতুয়ায় দলীয় সভা থেকে সিপিএম-কংগ্রেসকে উচিত শিক্ষা দেওয়ার কথা বলেন মালদা জেলা তৃণমূল সভাপতি ও মালতিপুরের বিধায়ক। 'জনগণের করের টাকাতেই সরকার চলে। কারও জমিদারির পয়সায় নয়', তৃণমূলকে পাল্টা কটাক্ষ সিপিএমের।